লেখক চাকুরি জীবনে দক্ষিণ পূর্ব রেলের দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে বেড়ানোর সময় বৈচিত্র্যময় ঘটনা ও বিচিত্র চরিত্রের মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পান। পরবর্তীকালে সেই সব অভিজ্ঞতাই গল্পের ছলে প্রিয় নাতি 'সৌম্য' (গুটলু)-কে শোনাতে হত। মুখে বলা সেই গল্প নিয়েই এই বই 'গুটলুর সাথে গুলতানি'।
তুহিনকান্তি ঘোষ। জন্ম ১১ কার্তিক ১৩৪৪, পূর্ববাংলা অধুনা বাংলাদেশের বগুড়া জেলার চন্দবাইসাতে। পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। ১৩৫৮-তে খিদিরপুরের 'মুসলিম সমিতি' আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় প্রথম স্থান লাভের সুবাদে 'যুগান্তর পদক' প্রাপ্তি। পরবর্তীকালে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। 'পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড'-এর বাংলা প্রকাশনা জগতের মুখপত্র 'পুস্তক মেলা'র বিভিন্ন সংখ্যায় তাঁর সুচিন্তিত রচনা প্রকাশ পেয়েছে।