"নতুন ঠিকানা", ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা মোট ২৩ টি বাংলা আধুনিক কবিতার এক অনবদ্য সংকলন।
কবি গীতিকার সাহিত্যিক ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায় জন্ম কলকাতায়। পিতা বিশিষ্ট আইনজ্ঞ নট, নাট্টকার, সমাজসেবী স্বর্গত মিহির কুমার চট্টোপাধ্যায়। মাতা জনদরদিনী, সাহিত্য ও শিল্পানুরাগিনী স্বর্গতা নিয়তি চট্টোপাধ্যায়।
কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আইন ও চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্কুল জীবনেই কবিতার অঙ্গনে প্রবেশ। কলেজ জীবনের প্রারম্ভে ভারতবার্তা, দিশারী সহ ছোট বড় পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকে।
ডাঃ চট্টোপাধ্যায় অল ইণ্ডিয়া রেডিওর (আকাশবাণী) গীতিকার রূপে নির্বাচিত হন ২১ বছর বয়সে। গাথানি রেকর্ডস্ ও দূরদর্শন থেকে তাঁর গান প্রচারিত হওয়া ছাড়ও চলচ্চিত্রে ডাঃ চট্টোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠদান করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী সেন, চৈতালী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ প্রমুখ।
বরণীয়া সাহিত্যস্রষ্ঠা শ্রীমতী আশাপূর্ণা দেবী, কবি শক্তি চট্টোপাধ্যায় ও শ্রীমতী মহাশ্বেতা দেবীর আশীর্ব্বাদধন্য এই কবি সনেট সহ নানা ধরণের কবিতা সৃষ্টির সাথে সাথে গান, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি রচনা করেছেন। ইংরাজি ও বাংলা দুই ভাষাতেই লিখে থাকেন। বাংলাদেশের জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে ইতিপূর্বে।
রাজপথে একাকিনী, দহন, চোখে স্বপ্ন ঘন নীল প্রভৃতি কাব্যগ্রন্থ পূর্বে প্রকাশিত হয়েছে। চোখে স্বপ্ন ঘন নীল কাব্যগ্রন্থটি ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কারে সম্মানিত হয়েছে। শ্রী অভিমন্যু ছদ্মনামেও কবি লিখে থাকেন।