বাইবেলে অনেক ধরনের রক্তের কথা বলা হয়েছে: ছাগলের রক্ত, মেষের রক্ত, কবুতরের রক্ত! পর্যায়ক্রমে বাইবেল এটাও বলে যে, রক্ত সেচন ব্যতীত পাপের ক্ষমা কোনভাবেই সম্ভব নয়। তাহলে এই এত প্রকারের রক্তের মধ্যে কোন একটিও কি আমাদের পাপ মুছে দিতে পারে? স্পষ্ট ভাষায় উত্তর হচ্ছে 'না!' তাহলে কী আমাদের পাপ থেকে পরিষ্কার করতে পারে? আর কিছুই না, কেবলমাত্র যীশুর রক্ত! একমাত্র যীশুর রক্তেই আছে সেই পরাক্রম যা আমাদের পাপ ধুয়ে মুছে দিতে পারে এবং আমাদের পরিত্রাণ দিতে পারে।
গুরুত্বপূর্ণ এই বইটিতে আপনি যীশু খ্রীষ্টের রক্ত সম্পর্কে বেশ কিছু পবিত্র সত্য আবিষ্কার করবেন। আপনি আবিষ্কার করবেন কীভাবে যীশুর রক্ত জীবন দান করে এবং কীভাবে তা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পবিত্র আত্মা এবং যীশুর রক্তের মধ্যকার পারস্পরিক সম্পর্কও আপনি উপলব্ধি করতে পারবেন। যীশুর রক্তের অবশ্যই পরাক্রম রয়েছে।