ভূমিকা
সুকুমার রায়ের আবোল তাবোল হাতে পেয়ে সেই কিশোর বয়সেই বদলে গিয়েছিল ভাবনার জগত। পরবর্তীতে বদলানো সে জগতের অধিপতি হিসেবে আমনোভূমের স্বগৌরব দখল নিয়েছেন অরূপ রূপকের রাজা জীবনানন্দ দাশ। তাঁর কবিতায় একদিকে ডালিম ফুলের মতো গালের কথা আবার সমান্তরালে শ্মশানের দিকে উড়ে চলা শকুনের বঁধুর কথা পড়তে গিয়ে দেখা হয় নিজের ভেতরের নাম না জানা অস্থিরতার সাথে। আজ এই মাঝবয়েসে এসে নানা সময়ে নানা প্রেক্ষিতে লেখা আমার কবিতা, অকবিতা ও অতিকবিতার দিকে তাকালে মনে হয়, একান্ত ব্যক্তিগত সেসব অস্থিরতাই হয়তো শব্দে শব্দে ধরে রাখতে চেয়েছি একেবারে নিজের মতো করে।
এইসব আপাত অদরকারী ও নিতান্ত নৈর্ব্যক্তিক লেখালেখিতে সময় অপচয় করতে...