আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার সম্পর্কে আমরা সাধারন বাংলাদেশীরা ইদানিং জানার চেষ্টা করছি। মিয়ানমারের সাথে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। মিয়ানমারের জনসংখ্যা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ আর দেশের আয়তন বাংলাদেশের প্রায় চারগুন। মিয়ানমার প্রাকৃতিক সম্পদে ভরা একটা সমৃদ্ধ দেশ। ২০১৫ সালে মিয়ানমার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। বহু বছর ধরে মিয়ানমারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল ছিল।
২৫ আগস্ট ২০১৭ র পর মিয়ানমার বহিঃবিশ্বের আগ্রহের কেন্দ্র বিন্দুতে চলে আসে। রাখাইন প্রদেশের ৭ লাখের ও বেশী রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের নিজেদের বাসভূমিতে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ ও...