একটি গল্পের বইয়ের সমাহার।
"রাত্রির অমোঘ মায়ায়, খেলা অল্প আলো-ছায়ার, নেশা লাগাচ্ছে দু চোখ জুড়ে। হারিয়ে যেতে ইচ্ছে করছে আবার, হয়ে একাকার, সেই নাম না জানা কল্পনার দেশে।
——————————————————————————————
কবিতা গুলো ছন্দে বাঁধা, গল্প বিরহময়। শুরুটা ভালোবাসায় মোড়া, উপসংহার তুমিময়।
——————————————————————————————
রাতজাগা চাঁদের প্রহরায়, হারিয়েছি কিছু সুর। ঘুমহীন চোখের তারায়, স্মৃতি এখনো মধুর।
——————————————————————————————
ব্যাথায় মাখা,জীবন গাথা, জড়িয়ে আছে এই শহরের বাঁকে বাঁকে। শিউলি ঝরার অনেকআগেইঝরে গেছে ""আমি"" নামক ফুলটা। তুমি নাকি এখনো তার ব্যাথায় ব্যাথিত! শিউলি ভেজা ভোর যে নতুনের গন্ধ বয়ে আনে। চলোনা আবার একসাথে, ভিজি সেই নতুনের শ্রাবণে।