একটি রহস্য গল্প।
আপনি যা, আপনার কাছে তেমন কিছুই আকৃষ্ট হবে? সকালে ঘুম ভেঙ্গে প্রথমেই কথাটা মনে পড়লো, একার্ট টোলের "দ্য পাওয়ার অফ নাও" বই এ গতকাল রাতে পড়েছি। বইটা সম্পূর্ণ শেষ করা হয়নি এখনও। টোলে আধ্যাত্মিক লেখক, বেস্ট সেলার লেখকও, তাঁর কথা সিরিয়াসলি নেয়া যেতে পারে। যদি পজিটিভ চিন্তা করি তবে পজেটিভ জিনিস আমার প্রতি আকৃষ্ট হবে এমনই বলেছেন তিনি, কিন্তু চারপাশের মানুষ? আমি যেমন মানুষ, তেমন মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে ? যাদের প্রতি আকৃষ্ট হই তারা আসলে আমার মতো? তাদেরও আমার মতো অসুবিধা আছে? আমি আসলে কেমন? নিজেকে ঠিকঠাক চিনি? বলা হয়, একজন মানুষের অন্তর্গত সত্তা যদি হঠাৎ একদিন রাস্তায় বের হয়ে আসে, আর তার সাথে মানুষটির দেখা হয়ে যায়, তবে সে তার অন্তর্গত সত্তাকে চিনতে পারবে না। মানুষ নিজের কাছে নিজে এতোটাই অপরিচিত! অনেকগুলি প্রশ্ন এসে যেন হাত ধরে আমাকে বিছানা থেকে নামালো। ফ্রেশ হয়ে, রাতের পোশাক বদলে নিলাম, পায়ে কেডস পরতে পরতে গুনগুন করে উঠলো গলাটা, "তোমার মনে বসত করে কয়জনা, মন জানো না! তোমার মনে বসত করে কয়জনা!"