ভুমিকা—-
গল্প লেখার পিছনে সবসময় একটা গল্প থাকে। আমার "রুদাবা" উপন্যাসটি লেখার পিছনেও একটি গল্প রয়েছে।
২০১৮ সালের শেষের দিকে। আমার প্রথম উপন্যাস "হেডিসের রাজ্যে" পেন্সিল থেকে প্রকাশিত হয়েছে। যদিও আমি তখনো বইটি চোখে দেখিনি। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে দেশে এসে পড়লাম বইমেলায় উপস্থিত থাকবার জন্য।
লেখালেখি শুরু করেছিলাম হঠাত করে, কাকতালীয়ভাবে। আমার আত্মীয়স্বজন কাউকে জানাইনি। দুইএকজন জানত, কারণ তারা আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, সে থেকে পেন্সিলেও এসে পড়েছিল। দেশে এসে জানতে পারলাম আমার চাচা ফুফু অনেকে আমার বইটি পড়েছে, খুব খুশিও হয়েছে। জেনে অবাক খুশি দুইটাই হয়েছিলাম।
সবচাইতে আশ্চর্য হলাম আমার নব্বই বছর বয়সী মেঝকাকুর সাথে...