সঙ্গীতের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে সাম্প্রতিককালের আলেম বা ইসলামী পণ্ডিতগণ খুব একটা নতুন বইপুস্তক লিখেন নি। উপরন্তু, এই বিষয়টিতে পুর্বতন পণ্ডিতদের লেখা বইপুস্তক বাজারে পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরেই। বর্তমান সময়ের আলেমগণ গান গাওয়া বা গানে বাদ্যযন্ত্রের ব্যবহার অনুমদতি কিনা এই প্রশ্নকেও বেশ সন্দেহের দৃষ্টিতে দেখেন। এই নিরিখে 'সঙ্গীত ও ইসলাম' শীর্ষক বইটি লেখা হয়েছে, প্রধানত ইসলামী পণ্ডিত সমাজকে এই বিষয়ে আলোকিত করার নিমিত্তেই। এঁরাই প্রধানত এই ধরণের বিষয়ে সমাজকে অনুসাশন দিয়ে আলোকিত করেন। এছাড়া রয়েছেন গীতিকার, সুরকার, গায়ক ও বাদকগণ। রয়েছেন সাংস্কৃতিক কর্মীগণ, শিক্ষিত ও সচেতন পাঠক মহল। এই বইটি তাঁদের সকলের জন্য ইসলামী শিক্ষার আলোকে সঙ্গীতের বিভিন্ন দিক আলোচনা করে। সঙ্গীত শিল্পের সাথে যুক্ত কলাকুশলীগণ ইসলামের নৈতিকতার প্রসারে কী করতে পারেন, সে প্রসঙ্গেও আলোচনা এসেছে।
সঙ্গীত প্রশ্নে ইসলামের অবস্থান সম্পর্কে প্রাচীন ও সাম্প্রতিক সময়ের পণ্ডিতদের মতামত অধ্যয়ন ও পর্যালোচনার পর এই বইটি লেখার ক্ষেত্রে সঙ্গীত বিষয়ে ইসলামের অবস্থানের প্রশ্নে গতানুগতিক পণ্ডিতদের সকল প্রশ্নের জবাব দেয়া হয়েছে। পাণ্ডুলিপি প্রস্তুতের সময় লেখক পূর্বতন আরব ইসলামী পণ্ডিত ও ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত নানা দেশের, এমনকি ইউরোপ ও আমেরিকার সাম্প্রতিক কালের আলেম ও ইসলামী পণ্ডিতগণের মত উল্লেখ করেছেন। আশাকরি বইটি সকল মতের পাঠকের আগ্রহের খোরাক যোগাবে।