About the book:
বইের:- সুন্দর জীবন(কাব্যগ্রন্থ)
বইয়ের বিষয় বস্তুু কিভাবে জীবনকে সুন্দর ভাবে কাটানো যায় তার পরিপেক্ষিতে লেখা হয়েছে। আমরা আমাদের জীবনে সমস্যা কষ্ট দুঃখ লেগেই থাকে,কষ্ট থেকে নিজেকে মজবুত বানাতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটার উপায় কবিতার আকারে লেখা হয়েছে। মনের সাহস প্রেরণা যোগাতে এই বইটা ভীষণ ভাবে পাঠকদের সাহায্য করবে। কবির পক্ষ থেকে সবার জীবন খুশিময় হয়ে উঠুক এই শুভকামনা রইলো। ভারতীয় প্রখ্যাত লেখক ও দার্শনিক এন. কে. মণ্ডল মহাশয় বলেন বাস্তব জীবন বইটি আমি পড়ে খুবই আপ্লুত ও কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি অনেক বড় মনের মানুষ বলে উল্লেখ করেন লেখক কবি মহাশয়কে।