এই বইটিতে ভারতীয় বিখ্যাত নায়িকা ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই, তার জীবনী, অজানা তথ্য, ফিল্মগ্রাফি এবং অনেক অদেখা ছবির সাথে এই অতীতের সেনসেশন টিনা মুনিম এবং মমতাজকেও দেখানো হয়েছে। এই বইটি অবশ্যই বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি বিশেষ বই হিসেবে কাজ করবে.. এটি অবশ্যই বলিউড চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ কাজ।