জানো দীপা,
চৈত্র মাসে গোপীনাথপুর মেলায়
একবার তিন তাসের গোলকধাঁধায় সর্বস্ব খুইয়ে
ঘরে ফিরতে হয়েছিল!
হাওয়াই মিঠাই,
টমটম গাড়ি,
বাইস্কোপের ফেরিওয়ালা
সমস্ত কিছু হাত ছাড়া করে বিষণ্ণ সেই বাড়ি ফেরা...
রাত্রি নেমে এসেছিল,
পথে পথে জ্বলন্ত জোনাকির হাট,
কতকটা বুকের পকেটে, কতগুলো মুঠো বন্দি করে
পরাজিত দুঃখিত মনে ফেরা...
কতদিন হয় ঐরকম বাড়ি ফিরিনি বল!